নতুন রাজনৈতিক দল গঠন করতে গণচাঁদা চেয়ে বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রায় দশ লাখ টাকার মতো অনুদান পেয়েছে ছাত্র অধিকার পরিষদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হিসাব প্রকাশ করেছেন পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।
ঘোষণার নয় দিনে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে তারা।
এতে উল্লেখ করা হয়, মোট নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান আসলেও এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসেবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।
এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, আমাদের হিসাব পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত। প্রাপ্ত সব টাকাই নতুন গঠিত দলের সাংগঠনিক কাজ ও মানুষের অধিকার আদায়ের কাজে ব্যয় হচ্ছে এবং হবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এ প্ল্যাটফর্ম ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ গঠন করার পর এবার রাজনৈতিক দল গঠন করার প্রয়াস নিচ্ছে।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ।
উপদেষ্টা সম্পাদক আবু সুফিয়ান শাহীন,
নির্বাহী সম্পাদক মোঃ হাছান আলী
কার্যালয়, ফরিদগঞ্জ বাজার সংলগ্ন হাজী করিমবক্স পাটওয়ারী বাড়ী, রুহুল আমিন পাটওয়ারী ভিলার নিচ তলা।
ই-মেইল ঠিকানাঃ Alaminsaif69@gmail.com
যোগাযোগঃ 01977800676