ফরিদগঞ্জে মোঃ মহসিন হোসেন(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারী) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, রামগঞ্জ উপজেলার ব্রামা পাড়া গ্রামের সফিকুর রহমান ছেলে মোঃ মহসিন হোসেন। রবিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে একটি ব্যাগে করে ৬ বোতল ফেনসিডিল নিয়ে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন থেকে ৪নং ওয়ার্ডস্থ বৈচাতলীতে খরিদ্দারের কাছে যাচ্ছিলো। এসময় সে বৈচাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ মোঃ মহসিন হোসেনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘ দিন যাবৎ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশীকালে আসামীর কাছে থাকা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ মহসিন হোসেনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্যঃ আসামীর বিরুদ্ধে ২টি চুরি ও ১টি মাদক আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।