চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে পুনঃনির্বাচিত সংসদ সদস্য জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপিকে আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া মুজাদ্দেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চান্দ্রা মাদরাসা মসজিদ কমপ্লেক্স মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া মুজাদ্দেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় নৌকা প্রতীক দিয়েছেন।
নৌকা প্রতীককে আপনারা ভালোবেসে ভোট দিয়ে টানা দ্বিতীয়বার এই আসনে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। গত ৫ বছর এই অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা দোয়া করবেন বাকি কাজগুলো শেষ করে শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করতে পারি।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, রিয়াসাতে রামপুর ইন্ডিয়া এর পীর, পীরে ত্বরিকত মোঃ আতিক উল্লাহ খাঁন নকশবন্দী।
চান্দ্রা দরবার শরীফের বর্তমান পীর ড. এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দীর সভাপতিত্বে সংবর্ধিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, নুরুল হায়দার সংগ্রাম, মুজাদ্দেদীয়া জামেয়া আহাম্মদিয়া মাদরাসার সভাপতি আব্দুল লতীফ তপদার, অ্যাডভোকেট কামরুল হাসান উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান (শাহীন) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, সংসদ সদস্যের প্রতিনিধি বাহাউদ্দীন বাহার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া মুজাদ্দেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ।
উপদেষ্টা সম্পাদক আবু সুফিয়ান শাহীন,
নির্বাহী সম্পাদক মোঃ হাছান আলী
কার্যালয়, ফরিদগঞ্জ বাজার সংলগ্ন হাজী করিমবক্স পাটওয়ারী বাড়ী, রুহুল আমিন পাটওয়ারী ভিলার নিচ তলা।
ই-মেইল ঠিকানাঃ Alaminsaif69@gmail.com
যোগাযোগঃ 01977800676