অস্ত্রের মুখে ঘরের সকলকে বেঁধে ও মারধর করে রক্ষিত স্বর্ণাংলাকার ও অর্থ লুট করে নিয়ে বাড়ির অদুরে বড় কিরিচ মাটিতে গেঁথে রেখে গেছে ডাকাত দল।
বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে ঘটনাটি সংঘটিত হয় ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে। ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মিজির বাড়ির হারিছ উদ্দিন মিজির ছেলে আব্দুল কাদির বকুল জানান, বুধবার রাত আনুমানিক ২টার দিকে মুখোশ পরিহিত অস্ত্রধারী ৮/৯ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে আমাদের সকলকে বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। ডাকাত দল চলে যাওয়ার পর তারা ৯৯৯ ফোন দিলে পুলিশ ভোরবেলা এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে সকালবেলা বাড়ির সামনের রাস্তার ওপর মাটিতে বড় একটি কিরিচ গাঁথা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। ডাকাতি শেষে যাওয়ার পথে ডাকাত দলের সদস্যরা কিরিচটি এভাবে গেঁথে রেখে গিয়েছে বলে ধারণা করছে সবাই।
ফরিদগঞ্জ থানার (ওসি)তদন্ত প্রদীপ মন্ডল, ৯৯৯ এর কলের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে পৌর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ।
উপদেষ্টা সম্পাদক আবু সুফিয়ান শাহীন,
নির্বাহী সম্পাদক মোঃ হাছান আলী
কার্যালয়, ফরিদগঞ্জ বাজার সংলগ্ন হাজী করিমবক্স পাটওয়ারী বাড়ী, রুহুল আমিন পাটওয়ারী ভিলার নিচ তলা।
ই-মেইল ঠিকানাঃ Alaminsaif69@gmail.com
যোগাযোগঃ 01977800676