ফরিদগঞ্জে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনালে ম্যাচে “সৌদি প্রবাসী একাদশ’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ”শিশির বিন্দু একাদশ”।
শুক্রবার (৮ মার্চ) ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে পুনঃনির্বাচিত সংসদ সদস্য জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক আমাদের একটি জাতীয় সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ গণসচেতনতা তৈরি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিয়মিত ক্রীড়ানুষ্ঠান এবং সাহিত্য-সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থী মুঠো ফোন নির্ভরতা থেকে মুক্তি পাবে। একই সাথে মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান (শাহীন), ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, ১১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, বিশিষ্ট আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান প্রমুখ।