ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়ন থেকে আট জুয়াড়িকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম চাঁদপুর মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- মোঃ হাবিব (৩০), মোঃ শহীদ (২২), নুর হোসেন (৪৫), নুরে আলম (২৮), আবু সাঈদ (৩৮), বিল্লাল হোসেন (৪৫), কামরুল হোসেন (৩৪), মাধব সরকার (৫০),।
অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ হাসানুজ্জামান, এএসআই মোঃ নাঈম হোসেন উপজেভহলার ৩নং সুবিদপুর ইউনিয়নের অর্ন্তগত ফনিসাইর সাকিনে বিল্লাল হোসেনের বসত বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করে।
অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫টি বিভিন্ন তাস এবং নগদ ১২০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল।
আসামীদেরকে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।