ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দের সম্মানে উপজেলা যুবলীগের আহবায়ক ও আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান শাহীনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহবায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলা যুবলীগের প্রধান কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার।
এসময় তিনি বলেন, যুবলীগ হলো আওয়ামী লীগের প্রাণ। আজকে যারা যুবলীগের নেতাকর্মী তারাই আগামী দিনে আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে দলকে নেতৃত্ব দেবে। তাই যুবলীগকে সু সংগঠিত করার সাথে সাথে ও আদর্শের রাজনীতি করতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার সকল নেতাকর্মী যেভাবে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য মাঠে কাজ করেছে। একইভাবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় সংসদ সদস্য মোঃ শফিকুর রহমানের হাত কে শক্তিশালী করতে সকলকে আবারো একযোগে কাজ করতে হবে। আধুনিক ফরিদগঞ্জ বিনির্মাণে যুবলীগের ঐক্যবদ্ধ ভূমিকা নিতে হবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পালোয়ান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এইদিন বাদ মাগরিব খাজে আহমেদ মজুমদারের হাতে আবু সুফিয়ান শাহীন ইউনিয়নের নেতাকর্মীদের ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী প্রদান করেন।