আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমার প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন।
সোমবার (১৩ মে) চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চশমা প্রতীক নিয়ে তিনি নির্বাচনী এলাকা ফরিদগঞ্জে আসলে মোটরসাইকেলযোগে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তাকে অভ্যর্থনা জানান ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।
এদিন তার পক্ষের উপস্থিত জনতা বিজয়ের নিশ্চয়তা প্রদান করে তাকে অপ্রতিরোধ্য ঘোষণা করেন।
এসময় উৎসুক জনতা তাকে নিয়ে উৎসবে আনন্দ শোভাযাত্রা করেন।
শোভাযাত্রা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, বাজারসহ বিভিন্ন রোড হয়ে তার তা উপজেলা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নের গতিধারাকে এগিয়ে নিতে আপনারা আগামী ২৯ মে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমার চশমা মার্কায় ভোট প্রদান করবেন।
আমি নির্বাচিত হলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবো, এবং আপনাদের যাবতীয় সমস্যা সমাধানে আন্তরিক হবো। আপনারা আমার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসাটু অব্যাহত রাখবেন। আমার প্রতি আপনাদের ভালোবাসা’ই ভোট কেন্দ্রে আমাকে ভোট দিতে বাধ্য করবে।