৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে চতুর্থ ধাপে গত ৫ জুন অনুষ্ঠিত ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারকে গণসংবর্ধনা দিয়েছেন চট্টগ্রামস্থ ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতির সদস্যবৃন্দ।
সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো: খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে বুধবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত সাগরিকা স্কয়ার কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও গণসংবর্ধিত হোন তিনি।
এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ, প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল প্রশাসন, সাংবাদিক ও উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ফরিদগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে আমাকে জয়ী করেছে। ইতিপূর্বে আমি যেভাবে মানুষের জন্য কাজ করেছিলাম, এখনো তাই করবো। এই জয় আমার একার নয়, এই জয় ফরিদগঞ্জ উপজেলাবাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল করিম মজুমদার মুন্নার সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম টিপু, উপদেষ্টা ফজলুর রহমান মজুমদার মুন্না, ফরিদগঞ্জ পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান (শাহীন) ও যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ১০নং ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া, ১১নং ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল হাসান (মিরাজ), ১৪নং ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন (রিপন), ১৬নং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শরিফ হোসেন খান উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার অনিসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
উল্লেখ্যঃ এইদিন সকাল ১১ টায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন, খাজে আহমেদ মজুমদার। শপথবাক্য পাঠ করিয়েছেন, বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। শপথ গ্রহণ শেষে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়াম চত্ত্বর ও আশেপাশের সড়ক জুড়ে মিছিল সমাবেশ করেছে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।