নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চাঁদপুরের ফরিদগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে ফরিদগঞ্জের অধিবাসী ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেন।
বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল ও ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
এছাড়া পৌরসভা ভবনের ও উপজেলা পরিষদ চত্বরের ভাংচুরকৃত আবর্জনাও তারা পরিষ্কার করেন। পরে তারা শহরের রূপসা রাস্তার চত্বরে দুরাবস্থায় থাকা সড়কও মেরামত করেন।
এব্যাপারে শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া শারমিন আক্তার জানান, ফরিদগঞ্জ উপজেলা সদরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করতে আমরা মাঠে নেমেছি। প্রত্যেক নাগরিকের দায়িত্ব নিজ থেকেই উদ্যোগী হওয়া।
আব্দুল্লাহ্ নামে একজন শিক্ষার্থী বলেন, নিজেদের পরিবেশ সুন্দর রাখতে সড়কে ও বাসা বাড়ির পাশে পড়ে থানা ময়লা আবর্জনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ।
উপদেষ্টা সম্পাদক আবু সুফিয়ান শাহীন,
নির্বাহী সম্পাদক মোঃ হাছান আলী
কার্যালয়, ফরিদগঞ্জ বাজার সংলগ্ন হাজী করিমবক্স পাটওয়ারী বাড়ী, রুহুল আমিন পাটওয়ারী ভিলার নিচ তলা।
ই-মেইল ঠিকানাঃ Alaminsaif69@gmail.com
যোগাযোগঃ 01977800676