উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ‘আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন’ প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে ‘ইসলামি সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৫’।
দুই শতাধিক প্রতিযোগী এবারের আয়োজনে অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে।
শনিবার (২২ মার্চ ২০২৫) সকাল ৯টায় আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিযোগীতা শুরু হয়ে টানা চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
কোরআন তেলাওয়াত, আবৃত্তি, হামদ ও নাত এই তিন ইভেন্টে মোট ৮ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি ইভেন্টে পর্যায়ক্রমে ৭ জন বিচারকের দায়িত্ব পালন করেছেন। বিচারকরা হলেন, মাওলানা বাহাউদ্দিন কাউসার, মাওলানা সাইফুল ইসলাম, ক্বারী ইয়াছিন পাটওয়ারী, ফাতেমা ইয়াছমিন, হোসনা ইয়াছমিন সূচনা, পাভেল আল ইমরান ও আবু বকর সিদ্দিক। পুরো অনুষ্ঠানে সঞ্চালনার ভূমিকা পালন করেন আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার ও ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সার্বিক সহযোগিতায় ছিলেন, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাবেক সভাপতি ইলিয়াস বকুল ও সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার।