চাঁদপুরের ফরিদগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডাকাতিয়া থেকে বালু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক মানব জমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল।
রোববার (২৪) ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামের পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সংবাদ সংগ্রহ করতে গেলে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা-পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে।
জানা যায়, পুটিয়া গ্রামের পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী থেকে দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে দৈনিক মানবজমিন ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনামোস্তফা কামাল ওই স্থানে সংবাদ বাদ সংগ্রহ করতে যান। এসময় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ী সোহেল ওসোলাইমানের কাছে তথ্য জানতে চাইলে তারা সাংবাদিককে লাঞ্ছিত করে এবং আটক করে রাখে।
এরপর থানা পুলিশের এসআই রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উনাকে উদ্ধার করে।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে আবু হেনা মোস্তফা কামাল।
সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের উপর বালু ব্যবসায়ীদের হামলার ঘটনায় ফরিদগঞ্জের সকল গণমাধ্যমকর্মী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।